AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেখ রাসেল আমাদের প্রেরণার উৎস ও মানবিকতার প্রতীক- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭:৫৫ পিএম, ১৮ অক্টোবর, ২০২৩
শেখ রাসেল আমাদের প্রেরণার উৎস ও মানবিকতার প্রতীক- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং  বলেছেন, শেখ রাসেল আমাদের প্রেরণার উৎস ও মানবিকতার প্রতীক। শিশু রাসেলকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন মন্ত্রী।

 

আজ বুধবার  ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী  এ মন্তব্য করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বঙ্গবন্ধুর সকল অস্তিত্বকে মুছে ফেলার হীন উদ্দেশ্য চরিতার্থ করতেই ১৯৭৫ সালের ১৫ আগস্টের রাতে ঘাতক শত্রুরা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল। ঘাতক শত্রুর দল বঙ্গবন্ধু পরিবারের সবার স্নেহের ও আদরের শিশু রাসেলকে নির্মমভাবে হত্যা করেছিল। শিশু রাসেলের হত্যাকারীদের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় আল্লাহর অশেষ রহমতে তারা বেঁচে যান। মন্ত্রী বলেন, আমাদের দেশকে চালাচ্ছি আমরাই। 

 

জাতির পিতার নেতৃত্বে সারা বাংলার মানুষ এক হয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। মন্ত্রী বীর বাহাদুর বলেন, আমাদের সুনেতৃত্ব দেয়ার মতো সুদৃষ্টিসম্পন্ন চিন্তা চেতনার অধিকারী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর পিতা বঙ্গবন্ধুকে অনুসরণ করেই এগিয়ে চলেছেন। দারিদ্র্যমুক্ত ও ক্ষুধামুক্ত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার হাল ধরেছেন।

 

শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক, নির্মল দুর্জয় প্রতিপাদ্যে এবারের শেখ রাসেল দিবস উদযাপিত হয়। শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে সকাল সাড়ে আটটায় ঢাকার বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান এনডিসিসহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে আজ দুপুরে শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এবং সচিব মোঃ মশিউর রহমান এনডিসি কর্তৃক কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

 

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি বলেন, বাংলাদেশের জাতীয় দিবসগুলো সঠিকভাবে পালন করতে হবে। দিবস উদযাপন করা মানে স্বাধীনতার চেতনার সাথে সম্পৃক্ত থাকা। সচিব মশিউর রহমান বলেন, প্রতিটি দিবসের মর্মার্থ ও ইতিহাস সম্বন্ধে প্রত্যেককে জানতে হবে। সচিব বলেন, হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতিকে মুক্ত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতক বাহিনীর বুলেটের আঘাতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্মসচিব মোঃ হুজুর আলী, যুগ্মসচিব সজল কান্তি বনিক, উপসচিব কাজী মোহাম্মদ চাহেল তস্তরী ও সচিবের ব্যক্তিগত কর্মকর্তা ছাবিনা ইয়াছমীন শেখ রাসেলের জীবনীর স্মৃতির উপর গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুন্না রাণী বিশ্বাস। এসময় অন্যান্যের মধ্যে উপসচিব মালেকা পারভীন, উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফ, মন্ত্রীর একান্ত সচিব ও উপসচিব মোঃ লিয়াকত আলী, উপসচিব মোঃ আলাউদ্দিন চৌধুরী, সচিবের একান্ত সচিব মোঃ শফিকুর আলম, সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগমসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন।  

একুশে সংবাদ/স ক 

Link copied!