শৈশবে একদিন কুয়ায় মাথা দিয়ে গান গাইতে গিয়ে কুয়ার ভেতরে পড়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে সাবাস বাংলাদেশ সংগীত প্রকাশনা অনুষ্ঠানে সেই স্মৃতিচারণ করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমি গানের একজন ভালো শ্রোতা। মানুষ তো গান গায় কিন্তু গানের ভালো শ্রোতারও দরকার আছে। আমি গানের একজন ভালো শ্রোতা এজন্য বলছি কারণ, আমি এত ব্যস্ততার মধ্যেও প্রতিদিন মোটামুটি গান শুনি। আমার পক্ষে তো সময় করে নেয়া কঠিন, তাই রাতে ঘুমানোর আগে গান শুনি। সেজন্য ঘুমাতে একটু দেরি হয়ে যায়। কালকেও এক ঘণ্টা দেরি হয়েছে।’
মন্ত্রী বলেন, যখন রাজনৈতিক অনুষ্ঠানে যাই তখন গাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ গান শুনি। আমার গান শেখার ইচ্ছা ছিল, শেখা হয়নি। একটি মজার ঘটনা আছে, হয়তো কেউ কেউ জানে। চট্টগ্রাম শহরে আমাদের যেখানে বাসা ছিল সেখানে কুয়া ছিল। ঢাকা শহরেও তখন কুয়া ছিল। সেই কুয়ার মধ্যে মাথা দিয়ে গান করতাম।
একদিন এ রকম (কুয়ার মধ্যে) মাথা দিয়ে গান করতে গিয়ে কুয়ার মধ্যে পড়ে গিয়েছিলাম। বাসায় কেউ ছিল না। আমার বাবা আইনজীবী ছিলেন, তিনি কোর্টে ছিলেন। আমার মা অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। বাসায় ১৭/১৮ বছরের একজন হাউসওয়াইফ ছিলেন। সে পড়ার আওয়াজটা শুনেছে, কিছু একটা পড়ে গেছে। দৌড়ে এসে সে তখন যে বালতি দিয়ে পানি তোলা হয় সেটা ফেলে, আমি তখন সেটা ধরে বসি, তখন সে আমাকে টেনে তুলে।
একুশে সংবাদ/আ.ভ.প্র/জাহ
আপনার মতামত লিখুন :