দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের স্বচ্ছ ব্যালট বাক্স পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (১৯ অক্টোবর) সকাল থেকে ঢাকা অঞ্চলে ব্যালট বাক্স পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানিয়েছেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
ইসি সচিব বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের প্রস্তুতি পুরোপুরি শুরু করেছে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে কমিশনের আঞ্চলিক অফিসগুলোয় পাঠানো শুরু হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।
ঢাকার পর দ্বিতীয় ধাপে ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে এবং ধাপে ধাপে অন্যান্য অঞ্চলেও এই সামগ্রী পাঠানো হবে বলে জানান অশোক কুমার দেবনাথ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩ লাখেরও বেশি ব্যালট বাক্স ব্যবহার করা হবে। এগুলোর মধ্যে নতুন করে ৮০ হাজার কেনা হয়েছে।
সিইসি অশোক কুমার দেবনাথ বলেন, এবার নির্বাচনী ব্যয় বাড়ার সম্ভাবনা আছে। সম্ভাব্য বাজেট হতে পারে ১ হাজার ৪৪৫ কোটি টাকা। দুর্গাপূজার পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর নির্বাচনের বাজেট পুরোপুরি ঠিক করা হবে বলে জানান।
ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, আমাদের সিদ্ধান্ত হয়েছে, প্রতিটি মালামাল পাওয়ার পর টেস্ট করা হবে। এই টেস্টে কোয়ালিফাই করলে মাঠপর্যায়ে পাঠানো হবে। স্যাম্পল যেহেতু বিএসটিআই টেস্ট করেছে, এবারও এটি বিএসটিআই করবে।
মাঠপর্যায়ে পাঠানো নির্বাচনী সরঞ্জামের মধ্যে কী কী আছে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব বলেন, ব্যালট বাক্স, ব্যালট বাক্সের ঢাকনা, দুই ধরনের ব্যাগ, গালা আছে। শুধু স্ট্যাম্প প্যাড আমরা এখনো পাইনি। আপনারা জানেন যে, তিনবার টেন্ডার দেওয়ার পরেও কেনা যায়নি। এখন দেওয়া হয়েছে, নভেম্বরের ১৫ তারিখের পরে পাব এটি। বাকি মালামাল আমরা আশা করি ধাপে ধাপে পাঠিয়ে দেব।
মালামাল মাঠপর্যায়ে পাঠানোর সময় নিরাপত্তার বিষয়ে অশোক কুমার বলেন, নিরাপত্তা অন্যবারের মতো। যখন মালামাল যায়, তখন আমরা পুলিশের কাছে নিরাপত্তা চাই। ওইভাবে নিরাপত্তা দিয়ে মাঠপর্যায়ে পাঠিয়ে দেব। আমাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা তাদের কাছ থেকেই সহযোগিতা চাইব। মালামাল মাঠপর্যায়ে পরিবহনের সময় তারা যথাযথ নিরাপত্তা দেবেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :