রাজধানী খিলক্ষেত এলাকা থেকে রিমন চন্দ্র নামে এক যুবককে অপহরণের ৩ ঘন্টার মাথায় গাজীপুর বাসন থানার সালনা এলাকা থেকে উদ্ধার করেছে ডিএমপি খিলক্ষেত থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় গুলশান ডিসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান জোনের ডিসি মো: শহিদুল্লাহ এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- মো: ইকবাল হোসেন হাওলাদার (৩৫), মো: জাহাঙ্গির জোমাদ্দার (৪৪), রাজ (২৯) ও মো: আলামিন (৩৫)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তিনি বলেন, সোমবার সকাল ১০ টা ১৫ মিনিটে ভিকটিম রিমন চন্দ্রের পিতা রঞ্জিত চন্দ্রের কাছে তার ছেলের মোবাইল থেকে অচেনা এক ব্যক্তি ফোন করে জানায়, তার ছেলে আমাদের কাছে জিম্মি। নিজ ছেলেকে যদি সুস্থ শরীরে ফেরত পেতে চান তাহলে ৫ লক্ষ টাকা মুক্তিপন দিতে হবে। এই বলে ফোন রেখে দেয়, তার কিছু সময় পর আবার ফোন করে ৩ টি নগদ একাউন্ট নাম্বার পাঠিয়ে হুমকি প্রদান করে ভিকটিমের বাবাকে ৫ লক্ষ টাকা পাঠানোর জন্য বলে। আতঙ্কিত হয়ে উপায়ন্তর না দেখে অপহরণকারীদের পাঠানো নগদ একাউন্ট নাম্বারে প্রথমে ২০ হাজার টাকা পাঠায়।
তিনি আরও বলেন, ভিকটমের বাবা খিলক্ষেত থানায় বিষয়টি জানালে, খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ কাজী সাহান হক তার ডিভিশনের ডিসিকে জানান। তাৎক্ষণিক ডিসির নির্দেশনায় ক্যান্টমেন্ট জোনের এডিসি ইফতেখায়রুল ইসলাম এর নেতৃত্বে ক্যান্টনমেন্ট জোনের এসি মেরিনা আক্তার ও খিলক্ষেত থানার ওসি কাজী সাহান হক ভিকটিম উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করার অভিযানে নেমে পড়েন। পুলিশ ভিকটিমের বাবাকে আতঙ্কিত না হয়ে আশ্বাস দিয়ে বলেন, অপহরণকারীদের সাথে কথাবার্তা চালিয়ে যেতে এবং কিছু সময় পর পর অল্প অল্প করে টাকা পাঠাতে। যাতে করে অপহরণকারীদের সনাক্ত করা যায়। কারণ যতক্ষন তাদের মোবাইল নাম্বার খোলা থাকবে পুলিশের সনাক্ত করতে তত সহজ হবে। তাই পুলিশের পরামর্শ অনুযায়ী ভিকটিমের বাবা সময় নিয়ে ৩টি নাম্বারে ১ লক্ষ ৫ হাজার টাকা পাঠায়। যেহেতু লেনদেনের সীমাবদ্ধতা থাকার কারণে তার ছেলের মোবাইলে আরো ৭০ হাজার টাকা পাঠান।
এদিকে খিলক্ষেত থানা পুলিশ তাদের লোকেশন সনাক্ত করে গতকালই বিকাল ৪ টার সময় গাজীপুর বাসন থানার সালনা বাজার এআর সিএনজি স্টেশনের সামনে তাদের দেখতে পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা প্রাইভেট কার নিয়ে উল্টো পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, পুলিশ গাড়ি থেকে ১ জন অপগরণকারীকে আটক করে এবং ভিকটিম রিমন চন্দ্রকে অক্ষত অবস্থায় উদ্বার করে। সেময় আরো ৩ জন অপহরণকারী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ পিছু নিয়ে আরো ২ জনকে আটক করে এবং সন্ধার পরে রাজধানী খিলক্ষেত এলাকা হতে আরেক জনকে আটক করে।
একুশে সংবাদ/ব.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :