রাজধানীর ডেমরার ধনিয়া পাড়া জারা প্যাকেজিং এন্ড প্রিন্টিং ফ্যাক্টরি সামনে কাভার্ড ভ্যানের চাপায় রফিকুল ইসলাম নামের (৫৫)বছর বয়সি এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই ফ্যাক্টোরির নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
নিহত রফিকুল কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি গ্রামের মৃত বাছের উদ্দিনের ছেলে। বর্তমানে ডেমরা ধনিয়াপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত তিনটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দিনগত রাত পোনে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে(ঢামেক) হাসপাতালে নিয়ে আসা ভগ্নিপতি খোরশেদ আলম জানান, গতরাতে ফ্যাক্টরি থেকে ট্রাকে কার্টুন লোড করে বেরিয়ে আসার সময় সামনের রাস্তায় একটি কাভার্ডভ্যান পিছনে ব্যাক করার সময় ধাক্কা লেগে চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :