রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। খালি করে ফেলা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অংশ।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে পুলিশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অংশ নিয়ন্ত্রণে নেয়।
এদিন দুপুরে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। পরিপ্রেক্ষিতে তাদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন অলিগলি ও রাস্তায় রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনী।
বিকেলের দিকে বিজয়নগর ও আরামবাগের দিক থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়তে ছুড়তে বিএনপির দলীয় কার্যালয়ের দিকে আসতে থাকে। এর কিছুক্ষণ পর নয়াপল্টন দখলে নিয়ে নেয় পুলিশ। এ সময় বিএনপির নেতাকর্মীদের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দেখা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবির সদস্যদের টহল দিতে দেখা গেছে।
বেলা সাড়ে ৩টার দিকে বিএনপির সমাবেশস্থলের মাইক থেকে নেতাকর্মীদের নিরাপদে সতর্ক অবস্থানে থাকতে আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :