বিএনপি-জামায়াত ও গণতন্ত্র মঞ্চের ডাকা রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতালে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। তবে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক।
রোববার সকাল থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি। কিন্ত সংঘর্ষের কারণে সমাবেশ পণ্ড হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে আজ রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামীও হরতাল ডাকে।
হরতালের দিনে সচিবালয়ে প্রবেশ ও বের হওয়ার জন্য এক নম্বর বা মূল গেট ছাড়া সবগুলো গেট বন্ধ রয়েছে। সকাল ১০টার দিকে বন্ধ ২ নম্বর গেটের সামনে পুলিশের অবস্থান দেখা গেছে। মূল গেটেও অন্যান্য সময়ের চেয়ে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :