জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরেফি ও হাসান সারওয়ার্দীর মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশিদ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সাংবাদিকদের তিনি জানান, রিমান্ডে এনে এর পেছনে বিদেশে বসে কেউ ষড়যন্ত্র করছে কি না সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি বলেন, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে তাণ্ডবের দিন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টাকে দলীয় কার্যালয়ে হাজিরের ঘটনায় পল্টন থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার সারওয়ার্দীকে আমরা ১০ দিনের রিমান্ডে চেয়েছিলাম। আদালতের নির্দেশে সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফীকেও আজ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে নিয়ে সংবাদ সম্মেলনের ঘটনায় পল্টন থানায় সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :