আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন বন্ধ করতে বিএনপি ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের ২৫তম এবং পঞ্চম অধিবেশনের শেষ দিন এ অভিযোগ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘আমার সুষ্ঠুভাবে এই সংসদ পরিচলনা করতে পেরেছি। আজ সাতটি আইন ধরে মোট ১৬৫টি আইন পাস করেছি। করোনায় স্বাস্থ্যবিধি মেনে সংসদ পরিচলনা করেছি, যা বিশ্বে নজিরবিহীন।’
কিন্তু বিএনপি-জামায়াত দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছি ঠিক। কিন্তু সেসময় বিএনপি-জামায়াত সন্ত্রাস, অগ্নিসংযোগ করেছে। জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে চলেছে। গত ২৮ অক্টোবরও বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস করেছে।
‘আওয়ামী লীগ দেশে গঠনমূলক কাজ করে আর বিএনপি দেশকে ধ্বংস করে’, যোগ করেন প্রধানমন্ত্রী।
রিজার্ভ নিয়েও আশার বাণী শুনিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, খুব সতর্ক হয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার।’
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :