স্বপ্ন নয়, বাস্তবতার সড়কে ধাবমান বাংলাদেশ। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির দূতের নাম শেখ হাসিনা। তাঁর পরিকল্পনায় একের পর এক মেগাপ্রকল্প বাস্তাবায়িত হতে থাকে। বিগত ১৫ বছরের ধারাবাহিক উন্নয়নের প্রশংসা আসে বিশ্বের বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষকদের তরফে।
জনবহুল রাজধানী ঢাকা এখন মেট্রোরেলের ঢাকা। এবারে মেট্রোরেল যুক্ত হবে সাভারের হেমায়েতপুর থেকে নগরীর ভাটারা অবদি। এবারে আরও একটি অপেক্ষা। আজ শনিবার (৪ নভেম্বর) আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের পাশাপাশি হেমায়েতপুর-ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার মেট্রোরেল লাইনের নির্শাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪১ হাজার ২৩৯ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালে। প্রকল্পের আওতায় এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবনির্মিত এই লাইনে যুক্ত হবে হেমায়েতপুর থেকে আমিনবাজার, গাবতলী, মিরপুর-১, মিরপুর-১০, বনানী ও গুলশান হয়ে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার হবে।
বিশ্বের অন্যতম ব্যস্ততম নগরীর তালিকায় ওঠে এসেছে ঢাকা। ঢাকার যানজট স্বীকৃত। ফলে বিকল্প যোগাযোগ ব্যবস্থার পথেই হাটতে হচ্ছে সরকারকে। সেই ভাবনা থেকেই নির্বিঘ্ন যাতায়তের ক্ষেত্রে মেট্রোরেল চালুর পদক্ষেপ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এক বছর যাবত উত্তরা থেকে আগারগাঁও রুটে চলাচল করছে মেট্রো।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেছেন, প্রধানমন্ত্রী দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন। এরপর মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি মেট্রোরেল নিয়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করবেন।
একুশে সংবাদ/এএইচবি/জাহা
আপনার মতামত লিখুন :