AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নাশকতা করলে কঠোর হুঁশিয়ারি র‌্যাবের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:০০ পিএম, ৪ নভেম্বর, ২০২৩
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নাশকতা করলে কঠোর হুঁশিয়ারি র‌্যাবের

শ্রমিক আন্দোলন পুঁজি করে দেশে কোনো ধরনের নাশকতা-সহিংসতার করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

 

শনিবার (০৪ নভেম্বর) সকালে র‌্যাব-৪ সিপিসি-২ এর কার্যালয়ে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে সহিংসতা রোধে পোশাক কারখানাগুলো পরিদর্শন, র‌্যাবের কার্যক্রম পর্যালোচনা ও মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

 

খন্দকার আল মঈন বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ের অধিকাংশ উপার্জন পোশাকশিল্প থেকে আসছে। এই শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেয়ার জন্য একটি স্বার্থান্বেষী মহল উঠে পড়ে লেগেছে। গত ২৮ অক্টোবর থেকে আমাদের দেশের শান্তিপ্রিয় পোশাক শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির যৌক্তিক দাবিতে আন্দোলন করে আসছিলেন। বিষয়টি সরকারের দপ্তর, বেসরকারি সংস্থা, মালিকদের সংগঠন সবাই আমলে নিয়ে মঞ্জুরি কমিটি গঠন করে একটি সিদ্ধান্ত দিয়েছেন।

 

তিনি বলেন, গত ৩১ অক্টোবর জোসনা নামে এক পোশাক শ্রমিককে মিরপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ গুম করেছে এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। যার ফলে এক নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুরে অনেক সহিংসতা ও নাশকতা হয়৷ র‌্যাব-৪ এর একটি আভিধানিক দল ১ নভেম্বর জোসনাকে খুঁজে বের করে। দেখা যায়, জোসনা বাসায় তার পরিবারের সঙ্গেই ছিলেন। 

 

একটি মহল শ্রমিকদের ভুল তথ্য ও গুজবের মাধ্যমে উসকানিমূলক তথ্য দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে মিডিয়া উইংয়ের এই পরিচালক বলন, যারা এই শান্তিপ্রিয় শ্রমিক ভাইদের নিয়ে নাশকতা, সহিংসতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় যারা হামলা ও সহিংসতা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Shwapno
Link copied!