প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭৫’ সালের পর জয়বাংলা স্লোগান বন্ধ করে দেওয়া হয়েছি। সাভার থেকে ভাটারা পর্যন্ত মেট্রো লাইনের কাজের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উড়াল রেলের পর এবারে ঢাকায় পাতাল রেল হবে। এদিন আগারগাঁও থেকে মতিঝিল অংশ মেট্রোর উদ্বোধন করেন শেখ হাসিনা। তিনি আগারগাঁও স্বয়ংক্রিয় টিকিট কাউন্টার থেকে নিজে টিকিট সংগ্রহ করে মেট্রোয় চেপে মতিঝিলে আসেন।
এখানে সাভারের হেমায়েতপুর-ভাটারা মেট্রোরেলের নির্মাণ কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭৫’ সালের পর জয়বাংলা স্লোগান বন্ধ করে দেওয়া হয়েছি।
শেখ হাসিনা বলেন, আমার কাছে ক্ষমতা হলো জনগণের সেবা করা। দেশের মানুষ যেন সুখে থাকে আমরা সেটাই চাই। এজন্য নানা কাজ করছি। তিনি বলেন, জ্বালাও-পোড়াও ধ্বংস করাই বিএনপির চরিত্র। তারা কথায় কথায় আগুন দেয়। বাসে আগুন দেয়। তাদের আন্দোলন অগ্নিসন্ত্রাস। তাদের আন্দোলন মানুষ খুন করা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করা। তাদের আন্দোলন বন্ধ করতে হবে। যদি বন্ধ না করে তাহলে কীভাবে বন্ধ করতে হবে তা আমাদের জানা আছে। সমাবেশে অংশ নিতে আরামবাগ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢল নামে।
বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও প্রাইভেট কারে করে হাজারো নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হয়েছেন। পুরো আরামবাগ-ফকিরাপুল-নয়াপল্টন এলাকা ছেয়ে গেছে কর্মী-সমর্থকদের নিয়ে আসা ব্যানার-ফেস্টুনে।
বেলা দুইটার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে ঢাকা মহানগর ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা বক্তৃতা দেন। তারা বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে এবং শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
একুশে সংবাদ/এএইচবি/জাহা
আপনার মতামত লিখুন :