গার্মেন্টস অধ্যুষিত শিল্পাঞ্চল আশুলিয়াসহ দেশে বিভিন্ন স্থানে পোশাক কারখানার শ্রমিকদের উসকে দিয়ে যারা অস্থিরতা সৃষ্টি করেছে, তাদের চিহ্নিত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। র্যাব জানিয়েছে, চিহ্নিত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এরই মধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে।
উসকানিদাতারা র্যাবের গোয়েন্দা নজরদারীতে। ইতিমধ্যে এমন কয়েকজন চিহ্নিত করে গ্রেপ্তারও করা হয়েছে। পোশাক কারখানার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবিপোশাক কারখানার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি
শনিবার সকালে র্যাব-৪ এর (সিপিসি-২) সাভার-নবীনগরে ক্যাম্পে সংবাদ সম্মেলন ডেকে এসব তথ্য তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে গার্মেন্টস সেক্টরে সহিংসতা প্রতিরোধে ও শান্তিপ্রিয় পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতসহ তাদের কর্মস্থল নির্বিঘ্ন করতে র্যাবসহ পুলিশ ও বিজিবির যৌথ টহল চলছে।
পাশাপাশি শ্রমিকদের গুজবে কান না দেয়ার অনুরোধ জানান র্যাবের এই কর্মকর্তা।
এদিকে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে শনিবার সপ্তম দিনের মতো সড়কে নেমে অবরোধের চেষ্টা করছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় পুলিশ-শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, আহত হয়েছেন তিন জন।
শনিবার সকাল আটটা থেকে ৯টা পর্যন্ত টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, সকালে শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করা হলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এএইচবি.প্র/জাহা
আপনার মতামত লিখুন :