AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমানুল্লাহ আমানের নেতৃত্বেই ২৮ অক্টোবর পুলিশ হত্যা করা হয়: সিটিটিসি (ভিডিও)


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫০ পিএম, ৭ নভেম্বর, ২০২৩
আমানুল্লাহ আমানের নেতৃত্বেই ২৮ অক্টোবর পুলিশ হত্যা করা হয়: সিটিটিসি (ভিডিও)

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে রাজধানীতে সহিংসতা ও পুলিশ কনস্টেবল আমিরুল হত্যা মামলার প্রধান আসামি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমানকে গ্রেফতার করেছে সিটিটিসি।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাকে গ্রেফতার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

এসময় তিনি দাবি করেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানের নেতৃত্বেই পুলিশ কনস্টেবল আমিরুলকে হত্যা করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান বলেন, আগে থেকেই বিএনপির উচ্চ পর্যায় থেকে পুলিশের ওপর হামলার নির্দেশনা ছিল। আর এ কাজে দায়িত্ব দেয়া হয় ছাত্রদলের ওপর। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা পেয়েই আমানের নেতৃত্বে ছাত্রদলের বড় একটি গ্রুপ কালভার্ট রোডে যায়। সংঘর্ষের এক পর্যায়ে সুযোগ বুঝে তারা পুলিশ কনস্টেবল আমিরুলের ওপর হামলা করে হত্যা করে।

উল্লেখ্য, ২৮ অক্টোবর বিকেল রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপি নেতাকর্মীদের হামলার শিকার হয়ে পুলিশের কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ নিহত হয়েছেন। ওইদিন বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টায় মৃত ঘোষণা করেন।

এদিকে পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামীম রেজা, ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে সুলতান নামে বিএনপির এক কর্মীকে এবং পটুয়াখালীর গলাচিপা থেকে আপন আহমেদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে শামীম ও সুলতানকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Link copied!