তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণী ষষ্ঠ সভা শেষ হলেও এখনও মজুরি ঘোষনা করা হয়নি। মঙ্গলবার দুপুর আড়াইটায় সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে জানানো হবে বলে নিশ্চিত করেছেন মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান।
মঙ্গলবার (৭ নভেম্বর) ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভা শুরু হয় বেলা সাড়ে ১১টায়।
ন্যূনতম মজুরি বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা। এসময় উপস্থিত ছিলেন তৈরি পোশাক মালিকদের প্রতিনিধি এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মকসুদ বেলাল সিদ্দিকি, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনিসহ বোর্ডের সদস্যরা। এতে শ্রমিকদের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম রনি। মালিকদের পক্ষে প্রতিনিধি ছিলেন সিদ্দিকুর রহমান।
ন্যূনতম মজুরি বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা। এসময় উপস্থিত ছিলেন তৈরি পোশাক মালিকদের প্রতিনিধি এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মকসুদ বেলাল সিদ্দিকি, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনিসহ বোর্ডের সদস্যরা। এতে শ্রমিকদের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম রনি। মালিকদের পক্ষে প্রতিনিধি ছিলেন সিদ্দিকুর রহমান।
মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের কথা হয়েছে। এ মুহূর্তে কিছুই বলা সম্ভব হচ্ছে না। আমরা সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে কথা বলব।’
তবে বোর্ডের এক সদস্য জানান, মজুরি ১২ হাজার থেকে ১৩ হাজারের মধ্যে নির্ধারণ করা হচ্ছে। সেখানেও নির্ধারণ করা মজুরি কোন পক্ষ না মানলে সেটা যাবে প্রধানমন্ত্রীর অফিসে। প্রধানমন্ত্রী দুই পক্ষকে ডেকেই পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেবে। এর আগেও ২০১৮ সালে ন্যূনতম মজুরি নির্ধারণে কোন পক্ষই সমঝোতায় না এলে প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছিলেন।
একুশে সংবাদ/ঢ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :