ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে প্রাইভেট কারের ধাক্কায় রাবিয়া আক্তার (১১) বছর বয়সি এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে মুসলিম নগর কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
রাবেয়া মোঃ সরোয়ারের মেয়ে। তার গ্রামের বাড়ি খুলনা বর্তমানে পরিবারের সাথে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে রশিদের ভাড়া বাসায় থাকতো।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত দশটার দিকে হাসনাবাদ হাউজিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত এগারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর মা সেলিনা বেগম জানান, রাবেয়ার বাবা শারীরিক অসুস্থ থাকায় সে কাজ কাম করেন না। তাই আমি হাসনাবাদে রাস্তার পাশে রুটি বিক্রি করে সংসার চালাই। আজ রাতে রুটি বিক্রি শেষে মেয়ে রাবিয়াকে নিয়ে বাসায় ফিরছিলাম তখন পিছন দিক থেকে বেপরোয়া একটি প্রাইভেট কার রাবেয়াকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় রাবেয়াকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত্যু বলে জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, রাবেয়ার মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :