নিত্যপণ্যের মূল্য বেড়ে যাওয়ায় ন্যায্যমূল্যে সব্জি বিক্রির উদ্যোগ নিয়েছে শাষক দলের তিন সংগঠন। তারা ঢাকার ছয়টি পয়েন্টে ন্যায্য মূল্যে সব্জি বিক্রি কার্যক্রম শুরু করেছে।
কৃষকদের কাছ থেকে সবজি ক্রয় করে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এসব সব্জি বিক্রি করার সাধারণ ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে মিরপুর আনসার ক্যাম্পের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এসময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ তিন সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে তারা বলেন, বিএনপি-জামায়াতপন্থি ব্যবসায়ীরা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে জিনিসের দাম বৃদ্ধি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই শেখ হাসিনার নির্দেশে সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে ন্যায্য দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে। এতে কৃষক যেমন উপকৃত হবে তেমনি, সাধারণ মানুষ কম দামে পণ্য কিনতে পারবে।
একুশে সংবাদ/এএইচবি/এসআর
আপনার মতামত লিখুন :