অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, সংলাপের সঙ্গে তফসিল ঘোষণার কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশনকে সংবিধান অনুযায়ীই তফসিল ঘোষণা করতে হবে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এর আগে সকালে নির্বাচন ঘনিয়ে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হয়তো দু-একদিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা দেবে।
অন্যদিকে নির্বাাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে আগামীকাল বৈঠকে বসতে যাচ্ছে ইসি। বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের পরই জাতির উদ্দেশে ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
একুশে সংবাদ/চ.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :