AB Bank
ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৫ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তফসিল ঘিরে নির্বাচন ভবনে কড়া নিরাপত্তা


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১:৫১ এএম, ১৫ নভেম্বর, ২০২৩
তফসিল ঘিরে নির্বাচন ভবনে কড়া নিরাপত্তা

সন্ধ্যায় ঘোষণা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল।  তফসিল ঘোষণাকে ঘিরে ঢাকার শেরেবাংলা নগরে নির্বাচন ভবন ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

বুধবার (১৫ নশে^র) সকাল থেকে নির্বাচন ভবনের ভেতরে দর্শনার্থী প্রবেশে নেওয়া হয়েছে কড়াকড়ি ব্যবস্থা।

পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন নির্বাচন ভবনের ভেতরে। সকাল ৮টার পর নির্বাচন ভবন এলাকায় র‌্যাবের অন্তত চারটি গাড়ি টহলে রয়েছে। প্রবেশপথে রয়েছে পুলিশের এপিসি ও জলকামানের গাড়ি।

দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচন ভবনের প্রবেশ পথে ব্যারিকড। সেখানে সবার পরিচয় জেনে তারপর ভেতরে যাওয়ার অনুমতি মিলছে।

ইসির নিরাপত্তা কর্মকর্তা জহুরা আক্তার বেগমের স্বাক্ষরে এক চিঠিতে নির্বাচন কমিশন সচিবালয়, সব প্রকল্প, নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সংবাদমাধ্যম কর্মীদের নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল পরিচয়পত্র ‘দৃশ্যমান অবস্থায়’ ঝুলিয়ে রাখতে হবে।

এদিকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে বুধবার সকাল থেকে। শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, সব বিষয় মাথায় রেখেই তারা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছেন।

একুশে সংবাদ/এএইচবি/এসআর

Link copied!