বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল গোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। তফসিল ঘোষণার প্রতিবাদে সরকারী বিরোধী আন্দোলনে থাকা বাম গণতান্ত্রিক জোট বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আধা বেলা হরতালের ডাক দেয়।
কিন্তু সেই হরতালে কোন সারা ফেলেনি সাধারণ মানুষের মধ্যে। এমনিতেই বিরোধী রাজনৈতিক দল বিএনপি এবং জোট সঙ্গীদের পঞ্চম দফা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। অবরোধের সঙ্গে আধা বেলা হরতালে সাধারণ মানুষ আরও বিরক্ত।
সাধারণ কর্মজীবী মানুষ হরতাল-অবরোধকে কিছুতেই সমর্থন করছে না। তারা স্বাভাবিক পরিস্থিতি চায় এবং কাজের পরিবেশ চায়। হরতাল-অবরোধ খেটে খাওয়া মানুষজনতে দুর্ভোগে ফেলে। তারা এমনি রাজনৈতিক কর্মসূচি সমর্থন করেন না।
অবরোধ-হরতালের দোহাই দিয়ে বাজারে পণ্যমূল্য বেড়ে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, অবরোধে পণ্য পরিবহন প্রায় দ্বিগুণ এবং দুর্ঘটনার ভয়ে তারা পণ্যপরিবহনে ট্রাকও পায় না। যাওবা পান, তার জন্য অনেক ভাড়া গুণতে হয়।
বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইসির একতরফা ও প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।
তফসিল ঘোষণার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে একাধিক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ তফসিল ঘোষণা করেন।
সংসদ নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। আপিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী ২০২৪ সকাল ৮টা পর্যন্ত।
একুশে সংবাদ/এএইচবি/এসআর
আপনার মতামত লিখুন :