AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুরুদাসপুরে স্ট্যাম্পের আঘাতে যুবকের মৃত্যু


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:৫১ পিএম, ১৬ নভেম্বর, ২০২৩
গুরুদাসপুরে স্ট্যাম্পের আঘাতে যুবকের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে জমির সীমানা সংক্রান্ত বিরোধে চাচাতো ভাই কালাম সরদারের (৪৫) ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে অলি আহম্মেদ অংকন(২৪) নামে একজন খুন হয়েছেন। অংকনের দেড় বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অংকন গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজার পাড়া মহল্লার সাইফুল ইসলাম ঝন্টুর ছেলে এবং অভিযুক্ত কালাম সরদার (৪৫) একই মহল্লার আবুল হোসেনের ছেলে।

নিহতের মা নাজমা বেগম ও প্রতিবেশীরা জানান, ভিটে বাড়ির সীমানা বিরোধে বুধবার (৮ নভেম্বর) নিহত অংকন ও কালামের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে উত্তেজিত কালাম সরদার ক্রিকেট স্ট্যাম্প দিয়ে অংকনের মাথায় আঘাত করে। এতে অংকন গুরুতর আঘাতপ্রাপ্ত হলে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

নিহতের মা নাজমা বেগম জানান, ঘটনার আগে চাঁচকৈড় বাজারে প্রকাশ্যে তার স্বামী ও তার ছোট ভাই মোঃ কালামকে লাঞ্চিত করা হয়। তিনি বাদী হয়ে গুরুদাসপুর থানায় কালামসহ ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। তিনি দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

এদিকে অভিযুক্ত কালাম সরদার ও তার পরিবারের সবাই পলাতক থাকায় তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 


একুশে সংবাদ/জ.প.প্র/জাহা

Link copied!