ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কয়েকমাস ধরেই রয়েছেন আলোচনায়। এই মুহূর্তে তার বিদেশযাত্রা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। তবে নিয়ম মেনেই মার্কিন দূত ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকে গুঞ্জন কোথায় গেলেন মার্কিন রাষ্ট্রদূত। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ একাধিক সংবাদ মাধ্যমে উঠে আসে বিষয়টি। তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জানতে চাওয়া, বিদেশ যাবার আগে বিষয়টি পিটার হাস জানিয়েছেন কিনা। জবাবে মুখপাত্র জানান, মন্ত্রণালয় অবগত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন, তারা যখন স্টেশন ত্যাগ করেন, তা কূটনৈতিক পত্রের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান। আবার বাংলাদেশের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, তখন যে দেশে কাজ করেন সেখানে জানান।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেন, মার্কিন রাষ্ট্রদূতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য পাবলিকলি জানাবে না। একজন রাষ্ট্রদূত কোথায় গেছেন, কতদিনের জন্য যাচ্ছেন, এটা অফিসিয়ালি জানাতে হয়, পাবলিকলি জানানোর কথা নয়। সেই হিসেবে আমরাও...।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :