AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনকালীন আইনগুলো কমনওয়েলথের প্রতিনিধিরা জানতে চেয়েছেন: অ্যাটর্নি জেনারেল


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০১:৪৫ পিএম, ২১ নভেম্বর, ২০২৩
নির্বাচনকালীন আইনগুলো কমনওয়েলথের প্রতিনিধিরা জানতে চেয়েছেন: অ্যাটর্নি জেনারেল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনের প্রয়োগ ও বিচার বিভাগের ভূমিকা নিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে ৪ সদস্য বিশিষ্ট কমনওয়েলথের একটি প্রতিনিধি দল বৈঠক করেছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বৈঠকে বসেন কমনওয়েলথের প্রতিনিধি দলটি, বৈঠক শেষ হয় ১১টা ৪০ মিনিটের দিকে।

বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল জানান, নির্বাচনকালীন আইন নিয়ে জানতে চেয়েছিলেন প্রতিনিধি দলটি। নির্বাচনকালীন সহিংসতা কীভাবে মোকাবেলা করা হয় এ নিয়েও জানতে চান তারা। এসময় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও জানতে চান তারা। মূলত নির্বাচনের সময় কী ধরনের সমস্যা হয় আর সেগুলোকে আইনের মাধ্যমে কীভাবে মোকাবেলা করা হয়, এক্ষেত্রে জুডিশিয়ারির কী ভূমিকা এসব নিয়ে জানতে চেয়েছেন কমনওয়েলথের প্রতিনিধি দল।

‌উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন কমনওয়েলথের প্রতিনিধি দল। সফরকালে তারা পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করছেন।

 


একুশে সংবাদ/য.র.প্র/জাহা

Link copied!