AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিচ্ছেদের পর বাড়িভাড়া না পেয়ে কাঁদলেন চারু


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:০৮ পিএম, ২২ নভেম্বর, ২০২৩
বিচ্ছেদের পর বাড়িভাড়া না পেয়ে কাঁদলেন চারু

চারু আসোপা

এই বছরই চার বছরে দাম্পত্যে ইতি টানেন রাজীব সেন ও চারু আসোপা। যদিও বিবাহবিচ্ছেদের পর একাধিকবার ফের চারহাত এক হওয়ার ইঙ্গিত দিয়েছেন রাজীব। শুধু তাই-ই নয়, বিচ্ছেদের পরে রাজীব ও চারুর রসায়নও সে রকমই ইঙ্গিত করে। এমনকি, বিচ্ছেদের পর শ্বশুরবাড়ি এবং ননদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন চারু। তবে আচমকাই ভেঙে পড়েন অভিনেত্রী। গাড়ির মধ্যেই হাপুস নয়নে কেঁদে ভাসান তিনি।

সুস্মিতার ভাইয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ পর থেকে মেয়ে জিয়ানাকে নিয়ে একা থাকেন চারু। হিন্দি সিরিয়ালে কাজ করেন। তা সত্ত্বেও মুম্বাই শহরে একটা ঘরভাড়া পাচ্ছেন না। বাড়িভাড়া পেতে নাকি প্রয়োজন পুরুষের নাম, না হলে মুম্বইয়ে মিলছে না ভাড়া।

সাবেক স্বামী  রাজীব সেন ও চারু আসোপা

সম্প্রতি গাড়ির মধ্যে কান্নায় ভেঙে পড়েন চারু। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমাদের সমাজ বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। মেয়েরা যাই করুন না কেন, যতই সাফল্য পান না কেন, এখনও একটা মেয়েকে বাড়ি পেতে গেলে তার নামের পাশে প্রয়োজন পুরুষের পদবি। দেখলে খারাপ লাগে, আমাদের দেশে মহিলাদের অবস্থা এখনও তলানিতেই। অবাক লাগে, যাঁরা এমন কাণ্ড করেন, তাঁরাই নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন। আজ আবারও একটা আবাসনে ঘর খুঁজতে গিয়ে ব্যর্থ হলাম। যে দেশে নারীকে পুজা করা হয়, সে দেশেই নারীর এই হাল।’

সুস্মিতা সেন ও চারু আসোপা

লাগাতার বিভিন্ন জায়গায় ঘুরেই বাড়িভাড়া না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন চারু।

 

একুশে সংবাদ/এসআর

Link copied!