নির্বাচন ঘনিয়ে এলেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয় বলে মন্তব্য করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, এবার নির্বাচন ঘিরে বাংলাদেশে যেন কোনো সংখ্যালঘু নির্যাতন না হয়, সে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
বুধবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সম্প্রীতির বাংলাদেশ, সাম্প্রদায়িকতার ঠাঁই নাই’ প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার কবির বলেন, নির্বাচন ঘনিয়ে এলেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়। ২০০১ সালের পুনরাবৃত্তি আমরা চাই না। কোনো অজুহাতে যেন মৌলবাদীরা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দিতার সুযোগ না পায়, তার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। যারা পাকিস্তান বানাতে চায়, আমরা তাদের পাকিস্তান পাঠাবো।
এ সময় শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী বলেন, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে৷ বাংলাদেশের মানুষ মানবিকতার বিপক্ষে যেতে পারে না। আমরা সব শোষিত মানুষের পাশে দাঁড়াবো এটা জাতির পিতার শিক্ষা।
তিনি অভিযোগ করেন, যারা আমাদের জাতির পিতাকে মেরেছে, তারাই দেশে সংখ্যালঘুদের নির্যাতন করছে।
নুজহাত চৌধুরী দাবি করেন, জামায়াত যেন অন্য কোনো নামে রাজনীতিতে আসতে না পারে।
অনুষ্ঠানে অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, পদ্মার অববাহিকায় আমরা একটি ফুল বাগানে আছি। এই ফুল বাগানে কোনো অপশক্তির ছায়া পড়তে দেয়া হবে না। এই সাজানো বাগান কোনোভাবে ধ্বংস হতে দেব না।
তিনি এ সময় তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িকতা রুখে দেয়ার প্রত্যয় জানান।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :