পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, সম্প্রতি রাখাইনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তবে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থা জারি আছে বলে জানান তিনি।
বুধবার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র সচিব বলেন, ‘সম্প্রতি রাখাইনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তবে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক আছে বাংলাদেশ।’ এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
২০১৭ সালের ২৫ আগস্ট। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর নির্যাতনের জেরে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আসতে শুরু করে বাংলাদেশে। সাড়ে সাত লাখ রোহিঙ্গাকে বিনা প্রস্তুতিতে ঠাঁই দেয় বাংলাদেশ।
জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বর্তমানে ১১ লাখের মতো। তবে বেসরকারি সূত্রের মতে এ সংখ্যা ১৫ লাখের কাছাকাছি।
এদিকে শুক্রবার (২৪ নভেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে রাজনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তাসহ অগ্রাধিকারভুক্ত বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব।
এছাড়া দিল্লি সফরে ৯০ দেশের অনাবাসী রাষ্ট্রদূতকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব। সুষ্ঠু নির্বাচন করতে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরা হবে বলে জানান মাসুদ বিন মোমেন।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :