ঢাকায় নিযুক্ত জাতিসংঘের কর্মকর্তাসহ বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের কাছে জানতে চেয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গোয়েনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি জানতে চেয়েছিলেন আমরা কি পদক্ষেপ নিয়েছি। ইউএন এবং অন্যান্য বিদেশি যারা এখানে থাকেন তাদের নিরাপত্তার জন্য। বিদেশি যারা আছেন তাদের প্রায়োরিটি দিয়েই আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা এটিও বলেছি যে, যদি আপনি মনে করেন, আপনার নিরাপত্তা আরও বাড়াতে হবে, তাহলে আপনি আমাদের জানালেই আমরা বিষয়টি বিবেচনা করব।’
এ সময় জাতিসংঘের প্রতিনিধি রোহিঙ্গাদের বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানান মন্ত্রী।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাউকে চাপ দিয়ে নির্বাচনে আনা হচ্ছে না। বিএনপি দুটি দলে ভাগ হয়ে গিয়েছে। দলটির সাবেক নেতারা নির্বাচনে আসার জন্য আওয়ামী লীগ নেতাদের বাড়ি বাড়ি যাচ্ছেন।’
বিএনপির নেতাদের ধরে সরকার মামলা দিচ্ছে—এটি সঠিক নয় বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন, ‘গত ২৮ অক্টোবরের পর সারা দেশে প্রতিদিন গড়ে ১২৭টির মতো মামলা কমেছে। আগে যেখানে ৫৬৫টি মামলা সারা দেশে হতো এখন ৪৩৮টি মামলা হচ্ছে।’
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :