শ্রম আইন বাস্তবায়ন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক টেকসই করবে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
মি. হাস বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক করতে শ্রম আইন ও এর বাস্তবায়নের কোন বিকল্প নেই। নতুন মার্কিন শ্রম আইনের ঘোষণাতে যার বিস্তারিত রূপরেখা বলা আছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকায় কটন এক্সপোর উদ্বোধনকালে এসব কথা বলেন ঢাকার ওয়াশিংটনের দূত পিটার হাস।
এসময় তিনি বলেন, নতুন গ্লোবাল লেবার স্ট্র্যাটেজি তার সরকারের সব মন্ত্রণালয়সহ, শ্রম সংস্থা, ট্রেড ইউনিয়ন, সুশীল সমাজ, এবং বেসরকারি খাতের সঙ্গে এক মেল বন্ধন তৈরি করে।
যা আগামীতে শ্রমিক সংগঠনের স্বাধীনতা এবং সম্মিলিত দর কষাকষির অধিকারের প্রচার ও সুরক্ষা করবে।
পিটার হাস আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক শিল্প শ্রমিকদের অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়মে এগিয়ে নিতে দেশি বিদেশি বেসরকারি খাত এবং অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করতে খুবই আগ্রহী।
একুশে সংবাদ/এএইচবি/জাহা
আপনার মতামত লিখুন :