গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে। সেদিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনেও চালানো হয় ভাঙচুর। এবার নিজ বাসায় হামলা নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধান বিচারপতি। বিএনপির আইনজীবীদের এক হাত নিলেন প্রধান বিচারপতি; বিচারকদের নিয়ে ক্রমাগত বিষেদগারের কারণে ক্ষোভ ঝাড়েন তিনি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে নাশকতার ৪ মামলায় আগাম জামিনের রায় ঘিরে ক্ষোভ ঝাড়লেন আপিল বিভাগ।
এ সময় বিএনপির মহাসমাবেশ ঘিরে নিজ বাসায় হামলার বিষয়টি নিয়ে মুখ খুলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, প্রধান বিচারপতিসহ বিচারকদের নিয়ে ক্রমাগত বিষোদগার করা হচ্ছে, যা নিয়ে একপক্ষ নিন্দা জানাচ্ছে, আরেক পক্ষ ষড়যন্ত্র খুঁজছে। এটা কোন ধরনের আচরণ! বিএনপির আইনজীবীরা যদি আদালত ও বিচারপতি নিয়ে বক্তব্যে সতর্ক না হয়, তাহলে তো অন্যরাও একই পথে হাঁটবে।
পরে ভবিষ্যতে আন্দোলনের সময় আদালতের মর্যাদা রক্ষায় সতর্ক থাকতে বলেন আপিল বিভাগ। নিপুণ রায়ের হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ।
একুশে সংবাদ/স.চ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :