গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান। তিনি বলেন, নিহতের পরিবারকে এক লাখ টাকা টাকা দেওয়া হবে।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের বনখড়িয়া এলাকায় নাশকতার শিকার মোহনগঞ্জ এক্সপ্রেস ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
রেলওয়ের মহাপরিচালক বলেন, নিহতের পরিবারকে রেলের পক্ষ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া যারা আহত হয়েছেন তাদের খুঁজে পাওয়া কঠিন হবে। তবে যদি কেউ ক্ষতিপূরণ দাবি করে তাহলে রেলওয়ের পক্ষ থেকে অনুদান দেওয়া হবে।
তিনি আরও বলেন, রেলের এ দুর্ঘটনায় তিনশ স্লিপার ও তিনশ ফুট রেলের পাত ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, আজ ভোররাত ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথের ভাওয়াল রেলস্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় আসলাম হোসেন (৩৫) নামে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ দুর্ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকামোস্টার সজিব মিয়া গুরুতর আহত হন।
একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা
আপনার মতামত লিখুন :