AB Bank
ঢাকা সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
শহীদ বুদ্ধিজীবী দিবস

জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মরণ করছে বাঙালি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৫ এএম, ১৪ ডিসেম্বর, ২০২৩
জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মরণ করছে বাঙালি

জাতীয় মর্যাদা আর শ্রদ্ধায় নত হয়ে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের স্মরণ করছে বাঙালি। আজ বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বেদিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হয় সর্বসাধারণের জন্য। এরপর শ্রদ্ধা জানানোর মিছিলে ঢল নামে সব শ্রেণি-পেশা-বয়সী মানুষের।

জ্ঞান-মেধার আলোবর্তিকা অমর সূর্যসন্তানদের হারানোর বেদনাময় রক্তস্নাত দিনে, শিশিরভেজা শীতের সকালে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের স্মরণ করতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আসেন লোকজন। সারিবদ্ধভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বেশিরভাগ মানুষই শোকের প্রতীক কালো পোশাক পরে এসেছেন। তাদের হাতে ফুলের তোড়াসহ ছোট ছোট প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।

শহীদ বুদ্ধিজীবী দিবসে শোকে বিহ্বল জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে কুয়াশামাখা সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্র ও সরকারপ্রধান। শুরুতেই শহীদ বেদিতে ফুল দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিউগলে বেজে ওঠে করুণ সুর। সশস্ত্র বাহিনীর চৌকস দলের পক্ষ থেকে দেয়া হয় রাষ্ট্রীয় সালাম, গার্ড অব অনার।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি আরো একবার শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে কুশলাদি বিনিময় করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদের সঙ্গে।

পরে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, তিন বাহিনী প্রধান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, একাত্তরের ঘাতক অপশক্তি আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার শপথে অবিচল আওয়ামী লীগ।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর অবিরাম জনস্রোতে ঢল নামে আপামর জনতার।

দিবসটি উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে মুক্তিসংগ্রামের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলীয় প্রধান হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি।


একুশে সংবাদ/এসআর

Link copied!