রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া বগিতে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নিহতের মধ্যে দুজনের পরিচয় মিলেছে তারা হলেন নাদিরা আক্তার পপি(৩৫)বছর বয়সি ও তার শিশু সন্তান ছেলে মোহাম্মদ ইয়াসিন( ৩ বছর) বয়সি। বাকি দুইজনের পরিচয় সনাক্ত করা যায়নি তারা হলেন অজ্ঞাতনামা (৪০বছর) বয়সি ও অজ্ঞতা নামা (৩০বছর) বয়সি দুজনে পুরুষ।
দুজনের মরদেহ সনাক্তকারী নিহত নাদিরার ভাই হাবিবুর রহমান জানান আমাদের বাড়ি নেত্রকোনা সদরের বরুনা গ্রামে তার স্বামী মিজানুর রহমান কাওরানবাজার হার্ডওয়ারের ব্যবসায়ী। তিনি বলেন গত তিন ডিসেম্বর তারা বেড়ানোর উদ্দেশ্যে গ্রামে বাড়িতে যান রাতে সেখান থেকে ফেরার পথে ট্রেনের আগুনে তারা দগ্ধ হয়ে মৃত বরন করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত সহকারী ইনচার্জ এএসআই মোহাম্মদ মাসুদ বলেন,চারটি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। দুজনের পরিচয় পাওয়া গেলেও বাকি দুজনের পরিচয় মেলেনি ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এর আগে ভোর ৫টার দিকে ট্রেনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৩টি ইউনিট কাজ করে সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :