AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফুলবাড়িয়ায় বাবার নৌকার বিরুদ্ধে ঈগল নিয়ে লড়ছেন মেয়ে


Ekushey Sangbad
তাপস কর, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
১২:৩৫ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৩
ফুলবাড়িয়ায় বাবার নৌকার বিরুদ্ধে ঈগল নিয়ে লড়ছেন মেয়ে

দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসন থেকে প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট মো. মোসলেম উদ্দিন ১৯৭০ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ছিলেন নির্বাচিত গণ পরিবষদ সদস্য। স্বাধীন দেশে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়ে পাঁচবার এমপি নির্বাচিত হন নৌকা প্রতীক নিয়ে। এবারও তিনি ভোটের মাঠে লড়ছেন নৌকা নিয়ে। এবার তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন নিজের মেয়ে সেলিমা বেগম সালমা। দ্বাদশ সংসদ নির্বাচনে বাবা নৌকা প্রতীক ও মেয়ে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় এলাকা ছাপিয়ে বিষয়টি এখন জেলা জুড়ে।

আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। বাবা-মেয়ে ভোটযুদ্ধে থাকায় দলীয় নেতাকর্মীরা চরম বিপাকের মধ্যে রয়েছে। এছাড়াও এ আসনে সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আব্দুল মালেক সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল লাঙ্গল প্রতীক নিয়ে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রওশন এরশাদপন্থি জাতীয় পার্টি নেতা ডা. খন্দকার রফিকুল ইসলাম কেটলী প্রতীক নিয়ে, কৃষক শ্রমিক জনতা লীগের প্রিন্সিপাল আব্দুর রশিদ গামছা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর সব প্রার্থীই পুরোদমে প্রচারণা চালাচ্ছেন। এ আসন থেকে এবার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল মালেক সরকার উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নিয়েছেন। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়ন নিয়ে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) সংসদীয় আসন। এ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছে ৩ লাখ ৮৫ হাজার ৯৮৫ জন। পুরুষ ভোটার এক লাখ ৯৪ হাজার ৪৪২ ও মহিলা ভোটার এক লাখ ৯১ হাজার ৫৪৩ জন। এর মধ্যে দুই জন হিজড়া ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র ১২১টি ও ভোট কক্ষ রয়েছে ৮৫৭টি।এডভোকেট মোসলেম উদ্দিনের ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদুল হক সেলিম বলেন, নির্বাচনে সবারই অধিকার আছে অংশ নেওয়ার। তবে যার জনপ্রিয়তা বেশি সেই নির্বাচনে জয়লাভ করবে। দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ এবার আওয়ামী লীগই করে দিয়েছে। তবে এসব ব্যাপারে নৌকার প্রার্থী এডভোকেট মোসলেম উদ্দিনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

একুশে সংবাদ/এস কে 

Link copied!