স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর যৌথ উদ্যোগে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতাধীন ফরিদপুরের মধুখালীতে গ্রাম আদালত সক্রিয় করণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত ব্যবস্থার ক্ষমতায়ন ও সম্প্রসারণ বৃদ্ধি করা এবং গ্রাম আদালত ব্যবস্থাকে শক্তিশালী করে গ্রামীণ জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রকল্পের উদ্দেশ্য বলে জানান।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার এর কক্ষে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে গ্রাম আদালতের ভিওি গ্রাম আদালত আইন-২০০৬ (সংশোধিত-২০১৩) ও বিধিমালা-২০১৬ নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক।
এসময় উপস্থিত ছিলেন এভিসিবি (তৃতীয় পর্যায়ে) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী তাপসী চক্রবর্তীসহ সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ।
একুশে সংবাদ/স.চ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :