নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সারা দেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে বিজিবির ঢাকা সেক্টরের মোবাইল স্টাইকিং ফোর্স নিরাপত্তার জন্য উপস্থিত থাকবে।
এছাড়াও সারাদেশে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারাদেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :