AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোটের দিন স্বাভাবিক থাকবে ইন্টারনেট সেবা: ইসি সচিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:০৩ পিএম, ১ জানুয়ারি, ২০২৪
ভোটের দিন স্বাভাবিক থাকবে ইন্টারনেট সেবা: ইসি সচিব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবকটি অপারেটরের ইন্টারনেট স্পিড ফুল থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম। 

তিনি বলেন, আমরা যেহেতু একটা অথরিটি নিয়ে বলছি, সুতরাং আশা করছি ইন্টারনেট গতি স্লো হবে না।

সোমবার (১ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেললে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।


অ্যাপে দুই ঘণ্টা পরপর ভোট গ্রহণের হার জানাবে ইসি। কতগুলো ভোটকেন্দ্র নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হয়েছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমাদের যত মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে, সবই ফুল স্পিডে চালু থাকবে।

ভোটের দিন ইন্টারনেটের গতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি স্লো হবে না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ভোটের আগের দিন ৬ জানুয়ারি দেশবাসীকে জানানো হবে জানিয়ে মো. জাহাংগীর আলম বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদ নির্বাচন নিয়ে ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা মূলত নির্বাচন সংক্রান্ত সব বিষয় দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, মেহমান যারা আছেন তাদের সম্মুখে জানাতে চাই।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!