AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে মাথাপিছু আয়ে এগিয়ে চিকিৎসক পরিবার


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০১:৩১ পিএম, ৫ জানুয়ারি, ২০২৪
দেশে মাথাপিছু আয়ে এগিয়ে চিকিৎসক পরিবার

দেশে মাথাপিছু আয়ে সবচেয়ে এগিয়ে আছে চিকিৎসক ও প্রকৌশলী পরিবার। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ ২০২২-এ এই তথ্য উঠে এসেছে।

বিবিএসের জরিপ অনুসারে, কোনো পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি একজন পুরুষ চিকিৎসক হলে সেই পরিবারের সদস্যদের মাথাপিছু মাসিক গড় আয় হয় ৪৬ হাজার ৯৩৮ টাকা। আর কোনো পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি একজন নারী চিকিৎসক হলে সেই পরিবারের সদস্যদের মাসিক গড় আয় হয় ৪৮ হাজার ৪৮৪ টাকা।

অন্যদিকে কোনো পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি একজন পুরুষ প্রকৌশলী হলে ওই পরিবারের সদস্যদের মাসিক গড় আয় হয় ৪৩ হাজার ৪৩৯ টাকা।

এছাড়া বিবিএসের জরিপে উঠে এসেছে, স্কুলে কোনো ক্লাসই পাশ করেননি এমন পুরুষ যে পরিবারের প্রধান উপার্জনকারী, ওই পরিবারের সদস্যদের গড় মাথাপিছু মাসিক আয় ৫ হাজার ৩২৭ টাকা। আর এরকম পরিবারে প্রধান উপার্জনকারী ব্যক্তি নারী হলে ওই সদস্যদের গড় মাথাপিছু মাসিক আয় ৪ হাজার ২১৩ টাকা।

জরিপ বলছে, কোনো ধরনের শিক্ষার সুযোগ পাননি, এমন পুরুষ পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি হলে ওই পরিবারের সদস্যদের মাসিক গড় আয় হয় ৫ হাজার ৪৩৪ টাকা এবং প্রধান উপার্জনকারী ব্যক্তি নারী হলে পরিবারের সদস্যদের গড় মাসিক আয় হয় ৪ হাজার ৯৫২ টাকা।

আর স্নাতক ডিগ্রিধারী কোনো পুরুষ যদি পরিবারের প্রধান উপার্জনকারী হলে ওই পরিবারের মাথাপিছু গড় মাসিক আয় হয় ১৩ হাজার ৬১ টাকা, আর পরিবারের প্রধান উপার্জনকারী নারী হলে প্রতি সদস্যের গড় আয় হয় ৩৪ হাজার ৪৯৯ টাকা।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
 

Link copied!