দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) তিনজন সিনিয়র কর্মকর্তা ঢাকায় এসেছেন।
এনডিটিভির তথ্যমতে, ভারতের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মার নেতৃত্বে এই তিন কর্মকর্তা আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক দলের অংশ হিসেবে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ প্রক্রিয়ায় অংশ নেবেন।
পর্যবেক্ষক দলটি আগামী ৯ জানুয়ারি, অর্থাৎ নির্বাচনের ফল প্রকাশিত হওয়া পর্যন্ত বাংলাদেশে থাকবেন বলে জানা গেছে।
এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের বিশেষজ্ঞ দলসহ বিভিন্ন দেশের বিদেশি পর্যবেক্ষকেরা এখন ঢাকায় অবস্থান করছে।
এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি বলেছেন, বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ বাংলাদেশের জনগণকেই করতে হবে।
দ্বাদশ জাতীয় নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। ভোট কেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। এবার ব্যালট পেপারে ভোট হচ্ছে।
ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে, বর্জন করেছে বিএনপিসহ ৬০টি দল।
এদিকে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়কের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবোরধের পথ বেচে নেয় বিএনপি। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় বিএনপি। ভোট না দেওয়ার পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :