শনিবার (৬ জানুয়ারি) বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে দগ্ধ চারটি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিকেল ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মমতাজ বেগম। ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্রে এ তথ্য জানা গেছে।
মরদেহের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ সনাক্ত করা হয়েছে।
ডিএনএর জন্য সেমফুল সংগ্রহ করা হয়েছে, মৃতদেহের পাঁজরের হাড় ও পায়ের হাড়।
সুরতহাল তৈরী করেন ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান।
তিনি বলেন ,গত রাতে গোপিবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে চারজন মৃত্যুবরণ করেছেন। তাদের পরিচয় সনাক্তের জন্য। ময়নাতদন্ত শেষে মরদেহ মর্গের ডিফ ফ্রিজে রাখা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :