রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সাত দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল সুন্নাতে খৎনা করাতে আসা শিশু আয়ান। টানা ৭ দিন লাইফ সাপোর্টে ছিল সে।
সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় আয়ানের বাবা শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
গত ৩১ ডিসেম্বর শিশু আয়ানকে সুন্নতে খৎনার জন্য ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খৎনা করতে গিয়ে চিকিৎসকের ভুলে মাত্রারিক্ত অ্যানেসথিসিয়া প্রয়োগ করা হয়। এতে আয়ানের জ্ঞান না ফিরলে তাকে হাসপাতালের পেডিয়েট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) রাখা হয়।
আয়ানের বাবা শামীম আহমেদ জানান, এখনও কোনো কিছু ঠিকভাবে জানায়নি হাসপাতাল থেকে। শুধু জানিয়েছে আয়ান মারা গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর আয়ানকে বাড্ডার সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার সুন্নতে খৎনার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। কিন্তু পরিবারকে না জানিয়ে খৎনার জন্য অতিরিক্ত অ্যানেসথিসিয়া দিয়ে শিশু আয়ানকে অজ্ঞান করেন চিকিৎসক।
এর আগে গত ৫ জানুয়ারি শামীম আহমেদ জানিয়েছিলেন, আয়ান আমার পরিবারের বড় ছেলে। তার ৬ মাসের ছোট্ট একটা বোন আছে। আয়ানের মা কান্নাকাটি করতে করতে নিজেও অসুস্থপ্রায়। ইউনাইটেডের এক ঘটনায় আমার পুরো পরিবারে অন্ধকার নেমে এসেছে।
একুশে সংবাদ/ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :