দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানান অনিয়ম ও সহিংসতার অভিযোগে ময়মনসিংহ-৩ আসনের স্থগিত করা একটি কেন্দ্রের ভোট ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (৮ জানূযারি) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউলয়াল এ তথ্য জানান। এর আগে রোববার (৭ জানুয়ারি) অনিয়মের অভিযোগে কেন্দ্রটির ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়।
এদিন ভোটগ্রহণ শেষ হওয়ার শেষ মুহূর্তে বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি দখল ও ভাঙচুর করে ছয়টি ব্যালট বাক্স ছিনতাই করার ঘটনা ঘটে। ফলে এক কেন্দ্রের অনিয়মে আটকে যায় ময়মনসিংহ-৩ পুরো আসনের ফল ঘোষণা।
জানা যায়, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নৌকা এগিয়ে থাকলেও একটি কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারেরও কম থাকায় এ আসনের ফলাফল স্থগিত রয়েছে।
এ আসনে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :