অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আগামীতে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দেশের অর্থনীতি। আমাদের অর্থনীতিকে শক্তিশালী ও গতিশীল রাখতে হবে। অর্থনীতি যাতে কোন ভাবেই পথ না হারায়, সে দিকে সরকার সবচেয়ে গুরুত্ব দেবে।
মঙ্গলবার (০৯ জানুয়ারি) সচিবালয়ে কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় অর্থমন্ত্রী বলেন, আমরা এ বছরে কোনো সময়ই বৈদেশিক রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে আনবো না। সবসময় চেষ্টা থাকবে এটি ৩০ বিলিয়ন বা তার বেশি রাখা, এটা সম্ভব।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির জন্য মূল্যস্ফীতি প্রয়োজন, অর্থনীতি চালাতে গেলে মূল্যস্ফীতি থাকবেই। আমরা গত ৮ থেকে ১০ বছর মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রেখেছি। এর থেকে ভালো পরিসংখ্যান হতে পারে না। দেশের অর্থনীতি `গুড এনাফ` দাবি করে তিনি বলেন, আমরা বিশ্বাস করি ২০৪১ সালের মধ্যে বিশ্বে ২০ টি উন্নত দেশের একটি হবে বাংলাদেশ।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :