AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সাথে কাজ করবে আসিয়ান


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৪৫ পিএম, ১২ জানুয়ারি, ২০২৪
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সাথে কাজ করবে আসিয়ান

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস্‌ (আসিয়ান) এর চেয়ারম্যানের বিশেষ দূত আলুনকিও কিত্তিখুউন।

শুক্রবার (১২ জানুয়ারি) এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।

লাওস এ বছর ১ জানুয়ারি থেকে আসিয়ান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার পর আলুনকিও কিত্তিখুউনকে মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ করে। ফলে বিশেষ দূত হিসেবে মিয়ানমারে এটিই তার প্রথম সফর।

সাক্ষাতকালে বিশেষ দূত মিয়ানমারের স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনদের আলাপের বিষয়বস্তু অবহিত করেন। সেই সঙ্গে মিয়ানমারের জন্য আসিয়ান প্রস্তাবিত ফাইভ পয়েন্ট কনসেনশাস (Five-point Consensus) বাস্তবায়ন এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে আসিয়ান চেয়ারম্যানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

রাষ্ট্রদূত মিয়ানমারের রাখাইন স্টেট থেকে বাস্তুচ্যুত ও বাংলাদেশে আশ্রিত ১ মিলিয়নেরও বেশি মানুষকে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে আসিয়ানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। পরে রাষ্ট্রদূত ও আসিয়ান বিশেষ দূত ২০২৪ সালজুড়ে এ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে সম্মত হন।

আলুনকিও কিত্তিখুউন লাওস-এর একজন অভিজ্ঞ কূটনীতিক, যিনি ২০১৬-২০২০ পর্যন্ত লাওস প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রী হিসেবে এবং ১৯৯৩-২০০৭ পর্যন্ত জাতিসংঘে লাওস-এর রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।


একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা

Link copied!