দুই স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলকে ফিরিয়ে এনে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ ছাড়াও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল।
গোড়ালির ইনজুরি থেকে সুস্থ হয়ে না ওঠায় দলে সুযোগ হয়নি পেসার মোহাম্মদ সামির। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দলে ফেরার প্রত্যাশা ছিলো গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর থেকে মাঠে বাইরে থাকা এই পেসার। গত সর্বোচ্চ ২৪ উইকেট শিকারীর মালিক ছিলেন সামি।
সামি না থাকায় ভারতের পেস আক্রমন সামলাবেন সহ-অধিনায়ক জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আবেশ খান। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে সামির বদলি হিসেবে প্রথমবারের মত টেস্টে দলে সুযোগ পেলেও একাদশে জায়গা পাননি আবেশ।
২০২২ সালের ডিসেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন কুলদীপ। দেশের হয়ে টেস্টে দারুন পারফরমেন্স রয়েছে তার। ৮ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন কুলদীপ।
গত বছরের মার্চে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন ১২ ম্যাচে ৫০ উইকেট নেওয়া প্যাটেল। স্পিন আক্রমনে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সাথে থাকছেন কুলদীপ ও প্যাটেল।
সা¤প্রতিক পারফরমেন্সের বিচারে প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন জুরেল। গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে ভারত ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচে ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি। এখন পর্যন্ত ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৬ দশমিক ৪৭ গড়ে ১টি সেঞ্চুরিতে ৭৯০ রান করেছেন ২২ বছর বয়সী জুরেল।
ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে টেস্ট দলে রাখা হয়েছে জুরেলকে। দলে উইকেটরক্ষক হিসেবে আরও আছেন লোকেশ রাহুল ও কেএস ভরত।
ইনজুরির কারনে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার প্রসিধ কৃষ্ণা। সেঞ্চুরিয়ন টেস্টে অভিষেক হয়েছিলো তার। আরও বাদ পড়েছেন শারদুল ঠাকুর।
আগামী ২৫ জানুয়ারি থেকে হায়দারাবাদের টেস্ট দিয়ে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড। বিশাখাপত্নমে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
ইংল্যান্ডের বিপক্ষে ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশ্বসী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, কেসএ ভারত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রিত বুমরাহ এবং আভেশ খান।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :