রংপুরের গঙ্গাচড়ায় গ্যাসের চুলার আগুনে পুড়ে সুমি বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত গৃহবধূ সুমি আক্তার উপজেলার গজঘন্টা ইউনিয়নের তালুকহাবু গ্রামের আসাদুজ্জামান বকুলের স্ত্রী।
জানা যায়, নিহত সুমি বেগম ২ সন্তানের জননী। উপজেলায় কয়েকদিনের তীব্র শীতে সূর্যের দেখা না মিলায় গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নিহত সুমি বেগম গ্যাসের চুলা জ্বালিয়ে কাপড় শুকানোর চেষ্টা করেন। একপর্যায় তার পড়নের কাপড়ে আগুন লেগে মুহুর্তের মধ্যেই পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তার চিৎকার শুনে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয় সেখানে অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
একুশে সংবাদ/ও.ব.প্র/জাহা
আপনার মতামত লিখুন :