দক্ষিণ আফ্রিকার মাটিতে গড়িয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যেখানে হার দিয়ে আসরের যাত্রা করে বাংলাদেশের যুবারা। তবে দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে টিম টাইগার্স। আজ গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
শুক্রবার ব্লুমফন্টেইনে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। যেখানে জয় পেলে পরের পর্ব নিশ্চিত হবে টাইগার যুবাদের।
শক্তিমত্তার বিচারে বাংলাদেশের থেকে যোজন যোজন পিছিয়ে যুক্তরাষ্ট্র। তারপরও বিশ্বকাপের মতো আসরে তাদের নিয়ে সতর্ক থাকতে হবে স্টুয়ার্ট ল’র শিষ্যদের। তবে হারলেও যদি-কিন্তুর সমীকরণে টিকে থাকবে সুপার সিক্সের আশা।
‘এ’ গ্রুপে চার দলের মধ্যে ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে ভারত। ২ ম্যাচ খেলে এক হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বাংলাদেশ। ৩ ম্যাচ খেলে বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থেকে তিনে আছে আয়ারল্যান্ড। টেবিলের তলানিতে থাকা যুক্তরাষ্ট্র এখনো জয়ের দেখা পায়নি।
চার গ্রুপের প্রতিটি থেকে শীর্ষ ৩টি করে মোট ১২টি দল উঠবে সুপার সিক্স পর্বে। সেখানে তারা খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :