চলতি মৌসুমে দাম নিয়ন্ত্রণ না হওয়ায় ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকাল থেকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। আমদানির খবরেই এলাকায় আলুর দাম কমেছে কেজিতে পাঁচ থেকে ছয় টাকা।
আজ সকালে সরেজমিন, দুটি ট্রাকে ভারত থেকে আলু হিলি বন্দরে আসতে দেখা গেছে।
ভরা মৌসুমেও আলুর দাম নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার বাইরে । আলুর বাজারের দামের নিয়ন্ত্রণ করতে না পারায় আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ভারত থেকে আমদানি করা আলু পাইকারি বাজারে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
হিলি স্থল বন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, বন্দর দিয়ে ৩২ হাজার মেট্রিক টন আলু আমদানি করা হবে। আমদানি করা আলু বাজারে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করা হবে।
তিনি আরও জানান, সরকার ৫২ জন আমদানিকারকের মাধ্যমের আলু আমদানি করবে।
এর আগে গত বছরের ৩০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে আলু আমদানির অনুমোদন দেয় সরকার।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :