রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেকের মাচালংয়ের ব্রিজপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে দুই ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। সাজেক ইউপি চেয়ারম্যান অটুলাল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সাজেক থানার ওসি আবুল হাসান বলেন, নিহত দুজন বাঘাইহাট সাজেক সড়কের মাচালং ব্রিজপাড়ার ব্রিজের কাছের দোকানে চা পান করছিল। এ সময় সাদা পোশাকের চারজন অস্ত্রধারী এসে দুজনকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য দীপায়ন চাকমা ও আশীষ চাকমা নিহত হয়। লাশ দুটো পুলিশ উদ্ধার করেছে।
এ ঘটনার জন্য জেএসএস মূল দলকে দায়ী করেছে ইউপিডিএফ।
ইউপিডিএফ রাঙামাটি সমন্বয়ক সচল চাকমা বলেন, দীপায়ন ও আশীষ চাকমা সাংগঠনিক কাজে ব্রিজপাড়ায় যায়। সেখানে জেএসএসের সশস্ত্র চারজন এসে অতর্কিত হামলা করে পালিয়ে যায়।
তবে অভিযোগ অস্বীকার করেছে জেএসএস।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :