ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় মার্কিন দূতাবাসে দু’জনের মধ্যে সোয়া এক ঘণ্টার বেশি বৈঠক হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বৈঠকের আলোচনার বিষয় নিশ্চিত না করলেও একটি সূত্র জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দি দলটির শীর্ষ নেতাদের জামিনে বিলম্ব, সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তার ও নির্যাতনের বিষয়ে আলোচনা হয়েছে।
এদিকে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈঠক পরবর্তী দু’জনের হাস্যোজ্জ্বল ছবি ও একটি বার্তা পোস্ট করা হয়েছে। এতে লেখা– ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন এবং মানবাধিকার প্রচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র তখনই বিকশিত হয় যখন সবার কণ্ঠস্বর শোনা যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ড. আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আমি (পিটার হাস) আনন্দিত।
একুশে সংবাদ/স.ল.প্র/জাহা
আপনার মতামত লিখুন :