প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো না মন্দ হয়েছে তা নিয়ে মন্তব্য করবো না। নির্বাচন আরও স্বচ্ছ করতে সংস্কার প্রয়োজন। স্থানীয়ভাবে যারা জনপ্রিয়, তাদের উচিত স্থানীয় নির্বাচনে অংশ নেয়া। স্থানীয় নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি হবে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডি`র অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলে ভোটার উপস্থিতি আরও বেশি হতো। বড় দল ভোটে অংশ না নিলে নির্বাচন অবৈধ হবে না তবে গ্রহণযোগ্যতা খর্ব হয়।
এরসময় উপজেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলের বাইরে স্থানীয় গুরুত্বপূর্ণ নেতাদের ভোট করার আহ্বান জানান তিনি।
পাকিস্তানের সাধারণ নির্বাচনের উদাহরণ টেনে সিইসি বলেন, পাকিস্তান সাড়া জাগানো নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে।
গণমাধ্যমকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, গণমাধ্যমের ভূমিকা শক্তিশালী হলে রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত হয়।
একুশে সংবাদ/ম.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :